নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা আপের উদ্দিন (৪০) মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ শনিবার বিকেলে হাতিয়া নিয়ে আসা হবে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানান নিহতের বাবা আবু বক্কর ছিদ্দিক।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরকিং ইউনিয়নের ২২নং গ্রামে আবু বকর ছিদ্দিক মিয়ার ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আপের উদ্দিন উপজেলা সদরে আসার পথে মহি উদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করে রাস্তার পাশে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাতিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার রাতে তিনি মারা যান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আপের উদ্দিন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহি উদ্দিন মুহিনের সমর্থনে কাজ করেছিলেন।
বিবার্তা/তাজুল/নাজিম