আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সেসময় জিয়াউর রহমানের মরদেহ বলে জানাজা পড়ে যা দাফন করা হয়েছিল; সেটা কেউ খুলে দেখেনি তার মধ্যে কি ছিল। তাই অজানা বিষয়কে মাটির নিচে পুঁতে মাজার নাম করে সংসদের নিরাপত্তা ও পবিত্রতা নষ্ট হোক দেশবাসী তা চায় না।
শনিবার দুপুরে কুষ্টিয়ার ইকোপার্কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ‘জিয়াউর রহমানের মাজার সরিয়ে নেয়ার ব্যাপারে বিএনপির বক্তব্যর প্রতিবাদে’ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, দেশের উচ্চ আদালত রায় দিয়ে প্রমাণ করেছিল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে। ক্ষমতা দখলে রাখার জন্য ও পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান বিনা বিচারে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছিল। সেই ব্যক্তিকে স্বাধীনতা পদক দেয়া মানে ৩০ লাখ শহীদকে অবমাননা করা। আর সেটাই সরকার সংশোধন করেছে।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খান ও কুষ্টিয়া জজ কোটের পিপি অ্যাড. অনুপ নন্দীসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/নিশি