জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে মোহাম্মদ আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত মোহাম্মদ আলী বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের বাসিন্দা।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাকে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিবার্তা/নাজিম/লিয়ন