কুমিল্লার সদর উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও অস্ত্র বিক্রির নগদ টাকাসহ মো. কামরুল ইসলাম খলিল (৫০) নামে এক অবৈধ অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যাব।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
এর আগে ভোরে উপজেলার দৌলতপুর ‘ইকবাল অটো ইলেকট্রিক’র সামনে তাকে আটক করা হয়। খলিলের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শির গ্রামে।
র্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মেজর মো. মোস্তফা কায়জার জানান, ভোরে কোটবাড়ি সড়কের টমছম ব্রিজগামী একটি মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ হওয়ায় তার শরীর তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, অস্ত্র বিক্রির নগদ ৭৪ হাজার ৮২০ টাকা পাওয়া যায়। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন