রাজনৈতিক প্রতিহিংসা থেকে জিয়ার পদক প্রত্যাহার: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা থেকে জিয়ার পদক প্রত্যাহার: ফখরুল
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৯:৩৭
রাজনৈতিক প্রতিহিংসা থেকে জিয়ার পদক প্রত্যাহার: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক সরিয়ে ফেলেছে অভিযোগ তুলে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন “আমরা মনে করি, সরকারের এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, এটা প্রতিহিংসাপরায়ন, গণবিচ্ছিন্ন ও ঔদ্ধত্যপূর্ণ। এর ফলে স্বাধীনতাপরবর্তী সময়ে পদকপ্রাপ্ত বরণ্য ব্যক্তিবর্গকে অবমাননা করা হচ্ছে।”
 
শনিবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় বিডি হলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি এ সিদ্ধান্তকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ‘নিকৃষ্টতম সিদ্ধান্ত’ হিসাবেও আখ্যায়িত করেন।
 
জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. তৈমুর রহমান, ছাত্রদল সভাপতি রাশেদুল আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/বিধান/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com