ভোলার তজুমদ্দনে নিখোঁজের একদিন পর সাবিত্রী রানী (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার কেয়ামুলা গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাবিত্রী ওই গ্রামের চিত্ররঞ্জনের স্ত্রী। তিনি মহাদেববাড়ি মন্দিরের পূজারী ছিলেন।
তজুমদ্দিন থানার ওসি শাহিন মণ্ডল জানান, শুক্রবার সকাল থেকে সাবিত্রী নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
সাবিত্রী রানীর মৃত্যু নিয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
বিবার্তা/নাজিম/লিয়ন