বেনাপোলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন-বেনাপোল স্থলবন্দর এলাকার ছোট আঁচড়া গ্রামের এয়াকুরের ছেলে জালাল উদ্দিন (৩৫), পুটখালী গ্রামের দাউদ আলীর ছেলে মজিবর রহমান (৩০), গাতিপাড়া গ্রামের কাওছার আলীর ছেলে লালটু (২৯) ও ভবারবেড় গ্রামের নাজির শেখের ছেলে সুমন (৩৪)।
বেনাপোল পোর্টথানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ জানান, আসামিরা এলাকায় ফিরেছেন। এমন খবর পেয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের রবিবার দুপুরে থানা হাজত থেকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
বিবার্তা/নাজিম/লিয়ন