খুলনার কয়রা উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের রুহুল আমীনের ছেলে। পুলিশের দাবি নিহত রবিউল সুন্দরবনের বনদস্যু রবিউল বাহিনীর প্রধান।
রবিবার ভোরে উপজেলার সুন্দরবনের কেয়াখালী খালের পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কেয়াখালী খালের পূর্ব পাড়ে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যু বাহিনী গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রবিউল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
এসময় ৫ রাউন্ড গুলি ও বন্দুকের তিন রাউন্ড গুলি, একটি রামদা, ৪টি হরিণের চামড়া এবং শিং উদ্ধার করে পুলিশ। নিহত রবিউলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে বলেও জানান ওসি শমসের আলী।
বিবার্তা/জাকিয়া/যুথি