চট্টগ্রাম ইপিজেডের কলসী দিঘীর রেল লাইন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফাতেমা (২৭) ও মারজানা (৩) নামে দুই জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মা–মেয়ে।
রবিবার রাত সাড়ে ৩টায় দক্ষিণ মধ্যম হালিশহরের (ইপিজেড বাই লেইন) কলসী দিঘীর রেল লাইন বস্তিতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এতে অন্তত দেড় শতাধিক বস্তিঘর এবং ১২টি দোকান পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুমের অফিসার লিটন বড়ুয়া জানান, ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বস্তিতে আগুন লাগলে খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, ইপিজেডসহ ৩টি স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে অন্তত ২০ জনের মতো দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সায়েম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় ৪/৫ ঘণ্টার আগুনে বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন