নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অর্ণব (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।
	 
	রবিবার ভোরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন অর্ণব।
	 
	অর্ণব উপজেলার মোক্তারপাড়ার সুমন হাজংয়ের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
	 
	দুর্গাপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন অর্ণব। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। পরে ময়মনসিংহ থেকে একটি ডুবুরিদল এসে তার লাশ উদ্ধার করে।
	 
	বিবার্তা/নাজিম/লিয়ন