ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী আমতলা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মামুন আলম (২৫) নামে পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন।
নিহত মামুন মেহেরপুর জেলার হাসানাবাদ এলাকার শামসুল আলমের ছেলে। এসময় আহত হয়েছেন আরো একজন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ থেকে একটি পিকআপ ভ্যান যশোর যাচ্ছিল। পথে সদর উপজেলার খড়িখালী আমতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক মারা যান।
বিবার্তা/কোরবান/নাজিম