বাগেরহাটের মোড়েলগঞ্জে পানিতে ডুবে জুবায়ের মাতব্বর (৮) ও তানজুম ইসলাম (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জুবায়ের ও তানজুম একই গ্রামের জাহাঙ্গীর মাতব্বরের ছেলে।
পরিবারের বরাত দিয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জুবায়ের ও তানজুম। ঘাটে দাঁড়িয়ে গোসল করার সময় জুবায়ের পা পিছলে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় তাকে বাঁচাতে তানজুমও ঝাঁপ দেয়। এতে দুইজনই পানিতে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে তাদের লাশ ভেসে উঠে।
বিবার্তা/নাজিম/লিয়ন