লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদ উদযাপিত

লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদ উদযাপিত
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৪:১৯
লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদ উদযাপিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে। জেলার রামগঞ্জ উপজেলার বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর নোয়াগাঁও, জয়পুরা, বিঘা ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদ-উল-আজহা উদযাপন করেছেন। 
 
সোমবার সকাল ১০টার দিকে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পূর্ব তালিমুন কোরান নূরানী মাদ্রাসা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ। এছাড়া পৃথকভাবে বিভিন্ন সময়ে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।
 
উল্লেখ্য ১৯৮৩ সাল থেকে মরহুম পীর কেবলা মাওলানা ইসহাকের (রা:) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-আজহা উদযাপন করে আসছেন।
 
বিবার্তা/জুনায়েদ/জিয়া 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com