ঈদের নামাজ পড়া নিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারাপাড়া ইউনিয়নের দশপাড়া গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঈদগাহের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’গ্রামের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সোমবার এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলামিন জানান, সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে। ফলে ওই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, দশপাড়া গ্রামের খন্দকার কবির উদ্দিন আলিয়া মাদ্রাসার সামনে অবস্থিত দশপাড়া শাহী ঈদগাহ মাঠের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দশপাড়া ও জাইগির গ্রামবাসীর মধ্যে বিরোধ দেখা দেয়। এতে সংঘর্ষ এড়াতে দুপুরে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বিবার্তা/বিল্লাল/রয়েল