দিনাজপুরের বিরল উপজেলার টেঘড়া বাজার মোড় এলাকা থেকে মো. সুমন (৩০) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত সুমন দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ মোড় এলাকার জসরোত হোসেনের ছেলে।
বিরল থানার (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, অটোবাইক ছিনতাই করে সুমনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় তার পেঁচানোর চিহ্ন রয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন