যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস হয়ে বাংলাদেশে আসা এক যাত্রীর ফেলে যাওয়া কার্টন থেকে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
বিজিবির সদস্যরা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এসব মদ উদ্ধার করে। তবে ওই যাত্রীকে আটক করা যায়নি।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, এক চোরাচালানী যাত্রীর ছদ্মবেশে মদের চালান আপেলের কার্টনে করে নিয়ে আসছেন এমন খবর পান তারা। ওই যাত্রী কাস্টমস চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে বেড়িয়ে আসার পথে তাকে দাঁড়াতে বলা হয়। কিন্তু তিনি কার্টন তিনটি ফেলে যাত্রীর ভিড়ে পালিয়ে যান। পরে ওই তিন কার্টন থেকে ৪১ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার অমিত বরণ দাস জানান, বিষয়টি তিনি শুনেছেন। ওই মাদকের চালান কাস্টমসের ভিতর দিয়ে পার হয়েছে কিনা তা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে।
এতে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/নাজিম/লিয়ন