শেরপুরের নালিতাবাড়ীতে মনিকা বেগম (২২) নামে গৃহবধূকে তার স্বামী খুন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদগাঁও গ্রামের মনিকার নানার বাড়ি তার তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি উপজেলার পটিয়াকান্দি গ্রামের জমশেদ আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে মনিকার সঙ্গে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের রাকিবুল হাসানের (২৭) বিয়ে হয়। স্বামী-স্ত্রী দুজনই রাজধানীতে পোশাক কারখানায় কাজ করতেন। ঈদে ছুটিতে তারা বাড়িতে আসেন।
বুধবার চাঁদগাঁও মনিকার নানা বাড়িতে তাঁরা দুজন বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরে গিয়ে মনিকাকে মৃত্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।
এসময় ঘরের দরজা খোলা ছিল। কিন্ত স্বামী রাকিবুলকে পাওয়া যায়নি। মনিকার পরিবারের দাবি, রাতে কোনো এক সময়ে শ্বাসরোধ করে মনিকাকে হত্যার পর রাকিবুল পালিয়ে গেছে।
এ ব্যাপারে মনিকার বাবা জমশেদ আলী হত্যা মামলা দায়ের করেছেন।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/সানী/কাফীশেরপুরে গৃহবধূ খুন, স্বামী পলাতক
শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে মনিকা বেগম (২২) নামে গৃহবধূকে তার স্বামী খুন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদগাঁও গ্রামের মনিকার নানার বাড়ি তার তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি উপজেলার পটিয়াকান্দি গ্রামের জমশেদ আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে মনিকার সঙ্গে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের রাকিবুল হাসানের (২৭) বিয়ে হয়। স্বামী-স্ত্রী দুজনই রাজধানীতে পোশাক কারখানায় কাজ করতেন। ঈদে ছুটিতে তারা বাড়িতে আসেন।
বুধবার চাঁদগাঁও মনিকার নানা বাড়িতে তাঁরা দুজন বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরে গিয়ে মনিকাকে মৃত্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।
এসময় ঘরের দরজা খোলা ছিল। কিন্ত স্বামী রাকিবুলকে পাওয়া যায়নি। মনিকার পরিবারের দাবি, রাতে কোনো এক সময়ে শ্বাসরোধ করে মনিকাকে হত্যার পর রাকিবুল পালিয়ে গেছে।
এ ব্যাপারে মনিকার বাবা জমশেদ আলী হত্যা মামলা দায়ের করেছেন।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/সানী/কাফী