নাটোরের লালপুরে যুবলীগ নেতা খায়রুল বাশার হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি সোহেল রানা ওরফে রানা আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুজিপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা কদমচিলান এলাকার রুস্তম আলীর ছেলে ও ছাত্রশিবিরের সদস্য।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা কদমচিলান ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশারের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এসময় ওই এলাকার কয়েকটি বাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে সোহেল রানা পলাতক ছিল।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রানার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিবার্তা/জুবায়ের/রয়েল