কক্সবাজারের উখিয়ায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
পাইলট ও কো-পাইলটসহ মোট পাঁচজন ছিলেন ওই হেলিকপ্টারে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল হাসান জানান।
তিনি বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন্যদের কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কারণ বা হতাহতদের পরিচয় জানাতে পারেননি উখিয়ার ওসি।
এর আগে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওরা এলাকায় মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে ওই হেলিকপ্টারটি ধানক্ষেতে পড়ে বিধ্বস্ত হয়েছিল। এতে ওই হেলিকপ্টারে থাকা দুই পাইলট ও আরো পাঁচজন আহত হয়।
বিবার্তা/জিয়া