শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম আবির্ভাব দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রার্থনা, শোভাযাত্রা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহরের থানাপাড়া সৎসঙ্গ মন্দির কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গনে কয়েশ ভক্ত সমবেত প্রার্থনায় মিলিত হন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি বিজড়িত গড়াই নদীর পূর্ণ বাবুর ঘাটে পুণ্যস্নানে অংশ নেন ভক্তরা।
মন্দির কমিটি জানায়, ১৩২৫ বঙ্গাব্দের ৩০ ভাদ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কুষ্টিয়া শহরে আসেন। এদিন তিনি ভক্তবৃন্দকে সঙ্গে করে গড়াই নদীতে পুণ্যস্নানে অংশ নেন। সেই থেকে ঠাকুরের ভক্তরা প্রতি বছর ৩০ ভাদ্র নানা আয়োজনে ভক্তি শ্রদ্ধার সাথে দিনটি পালন করে আসছেন।
বিবার্তা/শরীফুল/জিয়া