বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কক্সবাজারের হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ায় তার জানের সদকা আদায় করেছে পরিবার।
শনিবার দুপুরে মাগুরা শহরের কেশবমোড়ে সাকিবের পরিবারের পক্ষ থেকে তার জানের সদকা হিসেবে একটি গরু জবাই ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পরে মিলাদ শেষে জেলার বিভিন্ন এতিমখানা থেকে আসা শিশুদের ওই গরুর মাংস রান্না করে খাওয়ানো হয়।
সাকিবের বাবা মাশরুর রেজা জানান, শুক্রবার কক্সবাজারে ওই হেলিকপ্টার সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে বিধ্বস্ত হয়। দেশের মানুষের দোয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে সাকিব। এ উপলক্ষে একটি গরু জবাই করে বাড়িতে মিলাদ মাহফিল ও এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তিনি সাকিবের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বিবার্তা/আমিন/রয়েল