নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মেঘনা নদী থেকে অপহৃত ৯ জেলেকে উদ্ধার করেছে হাতিয়া কোস্টগার্ড। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ও বোটসহ তিন জলদস্যুকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আফসার উদ্দিন, বোরহান উদ্দিন ও বাবুল।
হাতিয়া কোস্টগার্ড প্রধান লে. কর্নেল ওমর ফারুক জানান, শনিবার রাতে হাতিয়ার মেঘনা নদীর ঢালের চর এলাকা থেকে দস্যু নিজাম বাহিনীর সদস্যরা ইলিশ মাছ ধরা অবস্থায় চাঁদার জন্য ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর হাতিয়া মৎস্য সমিতির অভিযোগের প্রেক্ষিতে রবিবার সারাদিন কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপহৃত জেলেদের উদ্ধার করে। একই সাথে তিন জলদস্যুকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বোট উদ্ধার করা হয়। পরে আটককৃতদেরকে তমরুদ্দি পুলিশ ফাঁড়ি নেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিবার্তা/সুমন/রয়েল