খুলনার তেরখাদা থানার ওসি মেজবাহ উদ্দিনকে রবিবার রাতে প্রত্যাহার করা হয়েছে।
ঈদের রাতে গরু ব্যবসায়ী দম্পতি হত্যাকাণ্ড এবং এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে খুলনা জেলা পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এ প্রসঙ্গে খুলনা জেলা পুলিশ সুপার মো. নিযামুল হক মোল্লা বলেন, প্রশাসনিক কারণে তেরখাদা থানার ওসি মেজবাহ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে দম্পতি হত্যাকাণ্ড এবং আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে আসে।
খুলনা রেঞ্জের ডিআইজি দেশে না থাকায় এবং পুলিশ পরিদর্শক সংকট থাকায় ওই থানায় কাউকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত থানার সিনিয়র কর্মকর্তা ওসি’র দায়িত্ব পালন করবেন।
বিবার্তা/ইফতি