বরগুনার পরিবহন শ্রমিক নেতা হায়দার আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য ছিলেন হায়দার আলী (৪০)।
রবিবার রাত সাড়ে আটটার সময় উপজেলার আমলকীতলা গ্রামে তিনি নিজের বাড়ির পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হয় বলে পুলিশ জানায়।
আহত হায়দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়া হয়। তবে মেডিকেলের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার ছেলে হায়দার।
স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দার আলিশ্যারমোড় বাস কাউন্টার থেকে রওনা হয়ে আমলকীতলায় বাড়িতে আসার পথে ছয়/সাতজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা হায়দারকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বরিশাল নিয়ে যেতে বলেন।
বরগুনা হাসপাতালের কর্মরত চিকিৎসক কমলেশ দেবনাথ বলেন, ‘তার শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। অবস্থা গুরুতর বলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।’
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, ‘আমরা ঘটনা শোনার সাথে সাথে তদন্ত শুরু করেছি।’
বিবার্তা/জেমি/জিয়া