রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত উপজেলার শিবির সভাপতি ইউনুস আলীকে (২৫) পুলিশ গ্রেফতার করে। তাকে সোমবার সকাল আটটার সময় গ্রেফতার করা হয়। তিনি মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ শান্তিপুর গ্রামের শফিউল আলমের ছেলে।
মিঠাপুকুর থানার ওসি মো. হুমায়ন কবির জানান, ইউনুস আলী অনেকদিন ধরেই পলাতক ছিলেন। তার বাড়ি আসার খবর পেয়ে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
শিবির সভাপতি ইউনুসের বিরুদ্ধে রংপুর-ঢাকা মহসড়কে বাতাসন এলাকায় বাসে অগ্নিসংযোগ করে ছয়জন যাত্রী নিহত হওয়ার ঘটনা ও পেট্রোল বোমা হামলার মামলা রয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ অফিস পোড়ানো ও আটটি নাশকতামূলক মামলা ছাড়াও আরো অনেক মামলা রয়েছে।
বিবার্তা/জেমি/জিয়া