নাটোর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের আলাইপুরের উপশহর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার পরিদর্শক নজরুল ইসলাম জুয়েল জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি জামায়াতের সিনিয়র নায়েবে আমির। তবে আমির পদত্যাগ করায় বর্তমানে তিনি জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/জুবায়ের/নিশি