কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত সাপের কামড়ে সালমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সালমানকে বিষাক্ত সাপে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের বাড়ির লোকজন এসে তার পায়ে সাপের কামড়ের দাগ দেখতে পান।
প্রথমে তাকে স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে অবস্থার অবণতি হলে সালমানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
বিবার্তা/শরীফুল/যুথি