নাটোরে গ্রেফতার ৫৯

নাটোরে গ্রেফতার ৫৯
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৯:৪০
নাটোরে গ্রেফতার ৫৯
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
নাটোরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি, ১১ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারদের মধ্যে সাজাপ্রাপ্তরা হলেন- লালপুরের দক্ষিণ লালপুর গ্রামের এক বছর করে দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম (৪০), নাটোর সদর থানায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শহরের চৌধুরী বড়গাছা মহল্লার নওশেদ সরকার পলাশ (৩০), সদর উপজেলার মদনহাট গ্রামের ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ওয়াশিম হোসেন (৩২)।
 
অপরদিকে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- বড়াইগ্রামের আদগ্রাম গ্রামের আবু ইউসুফ (৩৯), দিয়ারপাড়ার সঞ্জীব চন্দ্র দাস (৩৮), মৌখাড়া গ্রামের নিরঞ্জন (৩৭), ভরতপুর গ্রামের রুবেল (১৮), বুরনী গ্রামের কুদরত আলী (৪০), বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের গোলক কুমার (৩২), নলডাঙ্গা উপজেলার গ্রামের ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের আব্দুর রশিদ (৩৪), গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর কাচারী পাড়ার মুক্তার হোসেন (২৮), মধ্যপাড়ার শফিকুল ইসলাম (৪০), নাটোর শহরের বড়গাছা মহল্লার মাসুদ (৩২) ও জয়নাল আবেদীন (২৫)। অন্যান্যরা বিভিন্ন মামলার আসামি বলেন জানা গেছে।
 
নাটোরের পুলিশ সুপার এসপি বিপ্লব বিজয় তালুকদার জানান, জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
বিবার্তা/জুবায়ের/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com