বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর পৈত্রিকনিবাস দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। মঙ্গলবার লেখকের স্মৃতিবিজরিত বাড়ি পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন।
দুপুরে হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জঙ্গিবাদবিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাহিত্যিক প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক নিবাস অবৈধ দখলদার মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মমিন সরকার, সিনিয়র সহ সভাপতি শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হায়দার সরদার, দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন মিঞা, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, বিশিষ্ট সাংবাদিক কানু সান্যাল, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর হরিপুরের পৈত্রিক নিবাস দীর্ঘদিন প্রায় ১৬টি পরিবার অবৈধভাবে দখলে রেখেছে। তারা বিখ্যাত এ লেখকের স্মৃতিচিহ্ন গুলো দিন দিন ধ্বংস করছে। লেখকের স্মৃতি সংরক্ষণে ২০১৪ সালে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠন করে এলাকাবাসী। তারা দীর্ঘ দিন যাবত এ বাড়িটি অবৈধ দখলমুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে লেখকের হরিপুরের পৈত্রিক নিবাস ও স্থাবর অস্থাবর সম্পত্তি অবৈধ দখলদার মুক্ত করার জন্য গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক রেখা রানী বালোর কাছে আবেদন করেন।
বিবার্তা/কৃষ্ণ ভৌমিক/রয়েল