কক্সবাজারের মহেশখালী দ্বীপে লাকড়ী কুড়াতে গিয়ে সাগরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাগরের চরে মাছ ধরার জন্য পাতা বিহিঙ্গি জালে আটকা পড়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর শিকার শিশু আবু তালেব (৬) ও নাহিদা আক্তার (৮) ধলঘাটা ইউনিয়নের সরইতলা এলাকার মোহাম্মদ উল্লাহ প্রকাশ মাদুর সন্তান।
ধলঘাটা ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানিয়েছেন, দ্বীপের ধলঘাটা ইউনিয়নের সরইতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ প্রকাশ মাদু মঙ্গলবার দুপুরে তার দিই শিশু সন্তান তালেব ও কন্যা নাহিদাকে নিয়ে সাগর তীরের হাঁসের চর নামক স্থানে জোয়ারের পানিতে ভেসে আসা লাকড়ি কুড়াতে যায়। বেশ কিছু লাকড়ী নিয়ে প্রকাশ মাদু ঘরে ফিরতে রওয়ানা দেয়। চরটি তখন সাগরের জোয়ারের পানিতে থৈ থৈ করছিল। লাকড়ি মাথায় নিয়ে পিতা ওয়াদুদ নিরাপদে জোয়ারে ভরা চর পাড়ি দিয়ে তীরে পৌঁছে পেছনে ফিরে দেখেন তার শিশুরা নেই। তাৎক্ষণিক চরের বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি। তবে পরে বিহিঙ্গি জালে আটকা পড়া অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
বিবার্তা/আমিন/রয়েল