বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে চার শ্রমিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট আদালতের বিচারক খালেদ মাহমুদ এ জরিমানা করেন। অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাহাদাত হোসেন (৫৪), মো. ইসমাইল (৪১), মো. বাহার উদ্দিন (৪৬) ও মো. নাছির উদ্দিন (৩৮)। তারা সবাই লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, বসতঘরের ভিটা তৈরির জন্য মঙ্গলবার দুপুর ২টার দিকে কয়েকজন শ্রমিক লামা পৌরসভার লাইনঝিরি এলাকার একটি পাহাড়ের মাটি কেটে গাড়ি বোঝাই করে নিযে যাচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার খালেদ মাহমুদ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চার শ্রমিককে হাতেনাতে আটক করেন।
পরে ইমারত আইন ১৯৫২ এর ৩ (গ) ধারা মোতাবেক আটক প্রতিজন শ্রমিককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
পাহাড় কাটার দাযে চার শ্রমিককে জরিমানা আদায়ের সত্যতা লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার খালেদ মাহমুদ নিশ্চিত করেন।
বিবার্তা/আরমান/জিয়া