সিরাজগঞ্জ উপজেলার বহুলি ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে আবুল কাশেম(৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তার লাশটি উদ্ধার করা হয়। বহুলি ইউনিয়নের রাজাপুর গ্রামের মোজদার হোসেনের ছেলে কাশেম।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার আবুল কাশেমের স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় এবং আবুল কাশেম বাড়িতে একাই ছিলেন।
মঙ্গলবার রাতে স্থানীয়রা বাড়ির ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার লাশটি ময়নাতদন্ত করার পরে জানা যাবে এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ড।
বিবার্তা/জেমি/জিয়া