যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার কোদালিয়া নোঙরপুর মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৬ জনকে যশোর মেডিকেল কলেজ হসাপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানান, ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোদালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামের শফিউল্লাহর মেয়ে হাবিবা, চন্দনপুর গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে ইবাদুল, একই গ্রামের মুরাদ শিকদারের ছেলে মুন্না, আকমলের ছেলে হুসাইন, মুর্শিদ খানের ছেলে সাকিব, শহিদ খানের ছেলে বাপ্পি খান, মহি খানের ছেলে মিল্টন, মণিরামপুর উপজেলার ধলিরগাতি গ্রামের আবুল কাশেমের ছেলে আমিনুর, বাগেরহাটের চিংড়িখালি গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী লাকি, একই গ্রামের ইসমাইলের স্ত্রী রুমা, খুলনা খালিশপুরের মৌরি খানের ছেলে জয়নাল, ফুলতলার রজব আলীর ছেলে রাকিব, পূর্ব বানিয়াখামার এলাকার রাশেদ শেখের ছেলে আসাদ শেখ, ঢাকার যাত্রাবাড়ি এলাকার জলিলের ছেলে খলিল, খলিলের স্ত্রী সাকিরা ও সাতক্ষীরার আশাশুনির বাহরামের ছেলে আলিম।
বিবার্তা/তুহিন/যুথি