গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার সকালে মহানগরীর টঙ্গী বিসিক এলাকার কেন্টো এশিয়া লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
পুলিশ, বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহানগরীর টঙ্গী বিসিক এলাকার ওই কারখানার শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে কারখানার মূলফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়। পরে তারা চলতি মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।
টঙ্গী মডেল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় শ্রমিকরা একটি সাধারণ ডায়রি করেছেন।
বিবার্তা/তুহিন/নিশি