মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে ফসলি জমিতে হাল দিতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মফি মোল্লা ও মনির মোল্লা দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত মঙ্গলবার স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ মীমাংসায় বসে মফি মোল্লার পক্ষে রায় দেন। কিন্তু এ রায় মেনে নিতে পারেননি মনির মোল্লা। রায়ের প্রেক্ষিতে আজ দুপুরে মফি মোল্লার ছেলেরা জমি চাষ করতে গেলে মনির মোল্লাসহ তার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।
আহতরা হলেন মফি মোল্লা (৬৫), খাজা মোল্লা (৩২), মানিক মোল্লা (৩৪), হান্নান মোল্লা (৪০), সামসুর নাহার (৫০), জয়নাল মোল্লা (৫৫)। তাদের মধ্যে গুরতর অবস্থায় খাজা মোল্লা, মানিক মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরির্দশক এসআই মোরশেদ জানান, জমি নিয়ে দুই পক্ষের লোক মারামারি করছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/জুয়েল/নিশি