বরিশালের বানারিপাড়ায় সন্ধ্যা নদীর মোহনায় যাত্রীবাহী ট্রলারডুবি ঘটনায় এ পর্যন্ত নারী ও শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে নিহত কিংবা নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এমএল ঐশী নামে যাত্রীবাহী ট্রলার মসজিদ বাড়ি ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঘাটের অদূরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ২৬ থেকে ২৭ জন সাঁতরে তীরে উঠে আসলেও বেশ কিছুজন নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ওসি জিয়াউল আহসান আরও জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের সহযোগীতায় বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
বিবার্তা/জাকিয়া/যুথি