পেট্রল দিয়ে পুড়িয়ে বাবাকে হত্যার ঘটনায় ফারদিন হুদা মুগ্ধর (১৭) বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।
নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় মুগ্ধ তার বাবা-মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান এটিএম রফিকুল হুদা (৪৮)।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিহতের ভগ্নিপতি আকরাম উদ্দিন ফারদিন হুদা মুগ্ধকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রফিকুল হুদার ভাই এ টি এম সিরাজুল হুদা তার ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বুধবার ভোর ৪টার দিকে রফিকুল মারা যান।
এদিকে নিহতের ভাই সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাসহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিহত রফিকুল হুদা ওরফে পিন্টুকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বিবার্তা/রোকন/কাফী