আজ (বৃহস্পতিবার) থেকে সিলেটে অনির্দিষ্টকালের আন্তঃজেলা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের সাতমাইল নামকস্থানে সড়ক দুর্ঘটনার পর পুলিশ সদস্যের সামনে রেকারে রাখা হানিফ এন্টারপ্রাইজ বাস পুড়িয়ে দেয়ার প্রতিবাদে এ ধর্মঘট কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
বুধবার রাত সাড়ে ৯টায় এক জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি হেলাল মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের পরিচালনায় বাস টার্মিনালস্থ মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত।
সভায় বক্তব্য রাখেন পরিবহন মালিক সমিতির সহসভাপতি আব্দুল মন্নান, আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির পলাশ, সদস্য মুক্তার মিয়া, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম জোয়াহিদ, সহ-সম্পাদক সেপু মিয়া, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক, কার্যকরী সভাপতি তেরা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান প্রমুখ।
বিবার্তা/ইডি/ইফতি