সাভারে ভুয়া রাজস্ব কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে রাজ্জাক প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ভুয়া সহকারী রাজস্ব কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তি হলেন তৌফিকুর রহমান আজিম। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উত্তর কামারগাও গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
অপরজন হলেন- প্রাইভেট কার চালক সেলিম আহমেদ। তার বাড়ি সাভার এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যোগাযোগ করা হলে গোয়েন্দা পুলিশের সাভারের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, ভুয়া রাজস্ব কর্মকর্তা সেজে একটি মার্কেটে অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
‘কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র ও রাজস্ব বোর্ডের বিভিন্ন জাল সনদপত্র জব্দ করা হয়েছে।’
আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সায়েদ।
বিবার্তা/ইডি/ইফতি