বগুড়া শহরের কাটনাপাড়া এলাকায় করনেশন ইনিস্টিটিউটের সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন- শহরের চকসূত্রাপুর এলাকার সিরাজের ছেলে তপন (২২) ও একই এলাকার আব্দুল জব্বারের ছেলে লিটন (৩২)।
বেলা ১২টার দিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, আটকরা পেশাদার ছিনতাইকারী। ভোর রাতে তারা এই এলাকায় ছিনতাই করতে এসেছিলো।
এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশকে চ্যালেঞ্জ করলে আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করা গুলি ছোড়া হয়। এতে তারা গুলিবিদ্ধ হয়। পরে তাদের আটক করে শজিমেকে ভর্তি করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে ছিনতাইকারীরা একই এলাকায় ছুরিকাঘাত করে রিকশা চালক আব্দুল জলিলকে (৩৫) খুন করে। এ খুনের ঘটনার সঙ্গে গুলিবিদ্ধ এই দুই ছিনতাইকারী জড়িত বলে পুলিশ পরিদর্শক আসলাম আলী দাবি করেন।
বিবার্তা/নাজিম/লিয়ন