খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু জানান, বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বাসটি মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- মোসলেম উদ্দিন(৫৫), আল আমিন(৬), শাহাব উদ্দিন (৬০), হৃদি চাকমা (১৪) এবং মহিমা আক্তার(৩৫)।
আহতদের মধ্যে খাগড়াছড়ি হাসপাতালে ম্রাসাং মারমা(৩৮),মংসাজাই মারমা(২১), আলী হোসন(৩৫), মোবারক হোসেন(২৫), অমিয় কান্তি চাকমা(৬০), চতেন্দ্র ত্রিপুরা(২২), মো. নয়ন(২৬), রোকন(২৬), ধ্রুব তারা চাকমা, মহিমা চাকমা(৬০), দুলালী (৩৫), রনজিতা ত্রিপুরা(৩৫), যাত্রামুখী চাকমা(৫০), বিলকিস(১৪) ভর্তি রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিবার্তা/বিপ্লব/নাজিম