সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরিবহন নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন। বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে পুলিশ প্রশাসনের কাছে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় আনা, পরিবহন শ্রমিকদের হয়রানি না করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। প্রশাসন এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমার ফরিদপুর নামক স্থানে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় স্থানীয় এক ইউপি সদস্যসহ দুজন নিহত হন। পরে স্থানীয় জনতা ওই বাস ভাঙচুর করে অগ্নিসংগযোগ করে। এর প্রতিবাদে এবং ক্ষতিপূরণ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার রাতে সংগঠনের জরুরি সভা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়।
বিবার্তা/নাজিম/লিয়ন