ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ঝিনাইদহ ও কুড়িগ্রামে দুই বাংলাদেশী নিহত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ঝিনাইদহের জসিম উদ্দীন (২৬) ও কুড়িগ্রামের খুকু মিয়া (২৮)। তারা দুজনেই গরু ব্যবসায়ী।
ঝিনাইদহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -৫৮ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, ভারত থেকে গরু নিয়ে জসিম উদ্দীন ও তার সঙ্গীর ফিরছিলেন। সেখানকার হাজরাখাল নামক স্থানে পৌঁছালে বিএসএফ গুলি করে। এতে জসিম উদ্দীন নিহত হন। তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে।
জসিমের লাশ ভারতের নদীয়া জেলার হাঁসখালি থানায় নেয়া হয়েছে বলে জানতে পেরেছে বিজিবি। তার লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে। ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে।
অন্যদিকে কুড়িগ্রাম বিজিবি-৩৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, ভোরে খুকু মিয়া ও তার সঙ্গীরা গরু আনতে ভারতের অভ্যান্তরে গেলে বিএসএফের সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই খুকু মিয়ার মৃত্যু হয়।
বিবার্তা/প্লাবন/সফিকুল