টাঙ্গাইলে ফিরোজ মিয়া (৩০) নামে এক দাদন ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফিরোজ টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুরের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভুইঞা জানান, ফিরোজ মিয়া গতরাত থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শয়া এলাকায় রাস্তার পাশের জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল রাতের কোনো এক সময় তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন