কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে নবনির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে রামদা, হাসুয়া, হকিস্টিক ও মোবাইলসহসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুরের সোলেমান শেখের ছেলে রাজীব হোসেন(২৩), কুষ্টিয়া শহরের এরশাদ নগর বস্তির আদু শেখের ছেলে কামাল হোসেন(৩২), খোকসা থানার রঘুনাথপুর উত্তর পাড়ার ওসমান প্রামানিকের ছেলে হাসান প্রামানিক (২৫), কুমারখালী থানার ছেফড়িয়া মন্ডল পাড়ার তেজন মন্ডলের ছেলে আনন্দ মন্ডল (৪৫), হাটশ হরিপুরের মৃত নুর হোসেনের ছেলে আবুল হোসেন আকরাম (৪০), হাটশ হরিপুরের পুরাতন বোয়ালদহ এলাকার মৃত আকবর হোসেনর ছেলে আনোয়ার হোসেন বাবু (৫৫) ও রাজবাড়ী জেলার হাজরাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইকবাল হোসেন (৩৪)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম শুক্রবার বেলা সাড়ে ১১টায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন