নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. আরিফ হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ির নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার পরিবারের তিন সদস্যসহ চারজন আহত হন। বজ্রপাতে তাদের প্রতিবেশি মিজানুরের একটি গরু মারা যায়।
আহতরা হলেন- আরিফ উদ্দিনের স্ত্রী মোছা. শিউলি বেগম (৩২), মেয়ে আইরিন আক্তার (১২), ছেলে আব্দুস সালাম (৯) ও পাশের বাড়ির ইউনুস আলীর মেয়ে রিতা বেগম (৩০)। তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, শুক্রবার সকালে বজ্রসহ বৃষ্টিপাতের সময় আরিফের পরিবারের সবাই এক ঘরে ছিল। এ সময় তার ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই আরিফ নিহত হয়। আরো চারজন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হতাহতদের সরকারি সহায়তা দেয়া হবে।
বিবার্তা/নাজিম/লিয়ন