রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে লাল মিয়া ওরফে দুখু মিয়া (২৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। দুখু মিয়া উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
রৌমারী থানার ওসি এবি এম সাজেদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে ভারত সীমান্তে গরু আনতে গেলে বিএসএফের মানকারচর ৫৭ ব্যাটালিয়নের ঝালোরচর ক্যাম্পের সদস্যরা দুখু মিয়াকে গুলি করে হত্যা করে। পরে তারা দুখু মিয়ার লাশ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে যায়।
বিবার্তা/নাজিম/লিয়ন