দিনাজপুরের খানসামা উপজেলার কালামাটিয়া ব্রিজের পাশে আছিরন বেগম (৬২) নামে এক বৃদ্ধ নারী নসিমনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত আছিরন বেগম উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের এফাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা রাসেল রানা জানান, একটি দ্রুতগামী নসিমন এসে ওই নারীকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার প্রধান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/সাকিব/জেমি/জিয়া