খাগড়াছড়ির মাটিরাঙা থেকে গ্রেফতার হওয়া পাঁচ জেএমবি সদস্যকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার খাগড়াছড়ি জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক মো. ইনামুল হক ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার আব্দুর রহিম, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দেলোয়ার হোসেন, মো. ইউনুস ও সামছু মিয়া। এই মামলায় সাজাপ্রাপ্ত অপর এক আসামি পলাতক রয়েছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো জানান, পলাতক আসামিসহ পাঁচ জেএমবি সদস্যকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেন আদালত।
উল্লেখ্য, ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে জঙ্গি প্রশিক্ষণের সময় মাটিরাঙার শান্তিপুর গ্রাম থেকে র্যাব-৭ এর অভিযানে এই জেএমবি সদস্যদের আটক করা হয়।
বিবার্তা/বিপ্লব/নাজিম