সাভারে ইব্রাহিম খলিল নামে (১০) এক শিক্ষার্থীকে বেদম মারপিট করে তার পা ভেঙ্গে দিয়েছে শিক্ষক।
শনিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় টাঙ্গাইল থেকে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমী সাভার শাখায় এ ঘটনা ঘটে। আহত খলিল সাভারের ছায়াবিথী এলাকার মুদি দোকানী বজলুর রহমানের ছেলে।
স্কুলের শিক্ষার্থীরা জানায়, দুপুরে স্কুল ভবনের নিচে সপ্তম শ্রেণির আবাসিক শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও একই ক্লাসের অনাবাসিক শিক্ষার্থী সালমানের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এসময় সালমানকে মারপিট করে ইব্রাহিম। মারপিটের বিষয়টি সালমান স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলামকে জানালে তিনি ইব্রাহিমকে ডেকে নিয়ে বেদম মারপিট করেন। মারপিটের একপর্যায়ে ইব্রাহিমের বাম পা ভেঙ্গে যায়।
মারপিটে স্কুলের সহকারী শিক্ষক শহিদুল ও রায়হান অধ্যক্ষকে সাহায্য করেন বলে জানা গেছে। মারপিটের একপর্যায়ে ইব্রাহিম জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত উদ্ধার করে স্কুলের শিক্ষার্থীরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনার পর থেকে স্কুলের অধ্যক্ষসহ দুই শিক্ষক পলাতক।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/শরিফুল/নাজিম